Friday, December 16, 2016

Common Tree Frog

Common tree frog (Polypedates leucomystax)
ডোরাকাটা গেছো ব্যাঙ


এই ব্যাঙটির পিঠে ডোরা দাগের কারণে একে ডোরাকাটা গেছো ব্যাঙ বলে । ইংরেজতে একে  Common tree frog বলে । এর বৈজ্ঞানিক নাম Polypedates leucomystax । ব্যাঙটি Rhacophoridae পরিবারের অর্ন্তগত ।

 আকৃতি ও গঠন : মধ্যম আকারের ব্যাঙটি ৪৬ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। অন্যান্য ব্যাঙের মতোই স্ত্রী ব্যাঙ পুরুষ ব্যাঙের চেয়ে আকারে বড়। এদের গায়ের রঙ হলদে বাদামি । দেহ খুব সরু হয়ে থাকে । নাসারন্দ্র থেকে মাথার সামনের দিকটা সূচালো ।পিঠের দিকে হালকা কালো রঙের তিনটি ডোরা দাগ আছে । 

  খাদ্য তালিকা :  পোকামাকড় এদের প্রধান খাদ্য ।

   স্বভাব ও বসবাস : এরা নিশাচর প্রাণী।দিনের বেলায় গাছের পাতা বা কোটরে লুকিয়ে থাকে । রাতে এরা সক্রিয় হয়।

 প্রজননঃ  বর্ষা মৌসুমে  মে থেকে জুন মাসে এদের প্রজনন কাল ।  এরা গাছের পাতায় ডিম পেরে বিশেষ ফেনা দিয়ে তা ডেকে দেয় ।   এক সাথে স্ত্রী ব্যাঙ ১৬০ থেকে ৪০০ টি ডিম পেরে থাকে ।

 জীবন চক্রঃ 




 অবস্থান : বাংলাদেশের প্রায় সব বনে বা ঝোপ ঝারে ডোরা গেছো ব্যাঙ দেখতে পাওয়া যায় ।

 প্রকৃতিতে এদের ভুমিকাঃ পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষ্যায় বিশেষ ভুমিকা রাখে।






 বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল ২ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত। IUCN এই প্রজাতিটিকে Least concern বা ন্যূনতম বিপদ গ্রস্থ বলে ঘোষণা করেছে।

 PC: 1. Mohammad Quamruzzaman Babu
       2. Prosenjit Debbarma

  তথ্যসূত্রঃ
1. তফসিল -২ ( রক্ষিত বন্যপ্রাণী ) উভচর , বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০,২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা- ১১৮৫০৩ ।
2. Amphibians and Reptiles of Bangladesh - M. Kamrul Hasan , M. Monirul H. Khan , M. Mostafa Feeroz
3. A Guide To Wildlife - M. Monirul H. Khan
4. The IUCN Red List of Threatened Species . ( Amphibians on The IUCN Red List )


No comments:

Post a Comment