Friday, December 16, 2016

Pierre's Cricket Frog

Pierre's Cricket Frog




   ঝিঁ ঝিঁ ব্যাঙের ইংরেজি নাম Pierre's Cricket Frog ও বৈজ্ঞানিক নাম  Fejervarya Pierrei। ব্যাঙটি Dicroglossidae পরিবারের অর্ন্তগত Fejervarya গণের একটি সাধারণ ব্যাঙ ।

আকৃতি ও গঠন : ছোট আকারের ব্যাঙটি ২৪-৪২ mm হয়ে থাকে। গায়ের রং ধূসর বাদামী। পিঠে আঁচিলযুক্ত। মাঝে মাঝে হালকা সবুজের ছোপ থাকে।  





  খাদ্য তালিকা :  পতঙ্গভুক প্রাণী   ঝিঁ ঝিঁ ব্যাঙ।  বিভিন্ন ধরনের পোকামাকড় ও মশার লার্ভা  খেয়ে এরা জীবন ধারণ করে থাকে। 

   স্বভাব  :  ঝিঁ ঝিঁ ব্যাঙ আবার দিনরাত উভয় সময়ই চলাচল করে।

 প্রজননঃ মে থেকে জুলাই মাস এদের প্রজনন কাল । এরা বহ্যিক নিষেক ক্রিয়া মাধ্যমে প্রজনন ঘটিয়ে ডিম পারে, অর্থাৎ এদের শুক্রাণু ও ডিম্বাণু শরীরে বাহিরে পানিতে মিলিত হয় এবং এখানে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

   বসবাস অবস্থান : ঝিঁ ঝিঁ ব্যাঙ বাসাবাড়ি, ধানক্ষেত ও এর আশপাশে এবং জঙ্গলে দেখা যায়। ভেজা মাটি বা অল্প পানিযুক্ত স্থানে থাকে।

 প্রকৃতিতে এদের ভুমিকাঃ  এর প্রচুর পরিমাণে পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষ্যা করে থাকে ।


বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল ২ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত।IUCN এই প্রজাতিটিকে Least concern বা ন্যূনতম বিপদ গ্রস্থ বলে ঘোষণা করেছে।

 PC: 1. Mohammad Quamruzzaman Babu
         2.Rasel Debbarma

 তথ্যসূত্রঃ
1. তফসিল -২ ( রক্ষিত বন্যপ্রাণী ) উভচর , বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০,২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা- ১১৮৫০২ ।
2. Amphibians and Reptiles of Bangladesh - M. Kamrul Hasan , M. Monirul H. Khan , M. Mostafa Feeroz
3. A Guide To Wildlife - M. Monirul H. Khan
4. The IUCN Red List of Threatened Species .




No comments:

Post a Comment