Habit

ব্যাঙ বাঁচতে দিন আমাদেরই প্রয়োজনে

প্রকৃতির বিস্ময় এবং অতি পরিচিত উভচর প্রাণী ব্যাঙ। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায়। ফসলের পোকামাকড় খেয়ে ফসল সুরক্ষা করে। ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না, জমির উর্বরতাও নষ্ট হয় না। ব্যাঙ নানা আকৃতি-প্রকৃতির হয়। ব্যাঙ নিয়ে গবেষণা করছেন জীব-বিজ্ঞানীরা। ব্যাঙ একটি মেরুদ-ী প্রাণী। এরা সাধারণত পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। শীতকালে এরা শীতনিদ্রায় চলে যায়। আকৃতিগত দিক থেকে ব্যাঙের চারটি পা, দুইটি চোখ, দুইটি নাসারন্ধ্র থাকে। এদের সামনের পা পেছনের পা থেকে ছোট। ফলে সহজেই লাফিয়ে চলতে পারে। কিছু ব্যাঙ বিশালাকৃতির, কিছু ক্ষুদ্রাকারের। দেহের ত্বক খসখসে ও অাঁচিলাবৃত। ব্যাঙের পছন্দের খাবার মাছের পোনা। কিছু ব্যাঙ পোকামাকড়, জলজ প্রাণী, জীবিত কীটপতঙ্গ, সরীসৃপ ও সবজি খায়। এদের মধ্যে স্বভোজী-স্বভাবও পরিলক্ষিত হয়। প্রকৃতিতে বিরাজমান প্রাণিকুলে রয়েছে নানা বৈচিত্র্য। ব্যাঙ তেমনই একটি উভচর প্রাণী। আকর্ষণীয় ও সুন্দর প্রাণিকুলের মধ্যে ব্যাঙ অন্যতম উভচর প্রাণী। ব্যাঙের উপকারিতার শেষ নেই। অর্থনৈতিক দিক থেকে ব্যাঙ অত্যধিক গুরুত্বের দাবিদার। কৃষি জমিতে ব্যাঙের মলমূত্র ও দেহাবশেষ পচে মাটির উর্বরতা শক্তি এবং ফসলের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। শস্যক্ষেতের ঘাসফড়িং, সবুজ পাতাফড়িং, বাদামি গাছফড়িং, পামরী পোকা ও হলুদ মাজরা পোকা খেয়ে উপকার করে থাকে এরা। মশা ও ছোট ছোট ক্ষতিকর জীব খেয়ে জনজীবনের উপকার করে।
ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার এবং বনজঙ্গল উজাড় করায় জীববৈচিত্র্য রক্ষাকারী ব্যাঙের বাসস্থান এবং প্রজননক্ষেত্র নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির ব্যাঙ। এরই মধ্যে পৃথিবী থেকে প্রায় ৫০ প্রজাতির ব্যাঙ হারিয়ে গেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বাকি প্রজাতিও হারিয়ে যাবে। যদিও পৃথিবীতে ব্যাঙ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে 'সেভ দ্য ফ্রগস ডে' নামক দিবস পালন করা হয়। তার পরও কৃষিবান্ধব ব্যাঙকে রক্ষা করা যাচ্ছে না।

1 comment: